বরিশাল এক কিশোরীকে বিয়েতে রাজি না হওযায় জোর করে ধর্ষণ করার অভিযোগে আসে, ধর্ষনকারী হুমায়ুন কবির হিমুর (৩২) বিরুদ্ধর নারী নির্যাতন মামলা করা হয়ছে।
কিশোরীর বাবা মামলাটি করেছেন।
অভিযুক্ত হিমু বরিশাল জেলার কাজিরহাট ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামের মোতালেব মাস্টারের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, হিমু কিশোরীর আত্মীয় হয়। ৩০ সেপ্টেম্বর হিমু তার বাড়িতে বেড়াতে আসে। এরপর সেই কিশোরীকে হিমু বিয়ে প্রস্তাব দেয়। কিশোরী বিয়েতে রাজি না হলে হিমু ৩১ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে কিশোরী মেয়েকে ভয়ভীতি দেখিয়ে হিমু জোরপূর্বক ধর্ষণ করেন। পরে কিশোরীর ডাক চিৎকার প্রতিবেশী লোকজন চলে আসে। এ সময় হিমু পালিয়ে যান।
কিশোরীর বাবা বলেন, আমার মেয়েকে হিমু বিয়ে করার জন্য দীর্ঘদিন ধরে প্রস্তাব দিচ্ছিলো । আমরা হিমুর সাথে কিশোরী মেয়েকে বিয়ে দিতে রাজি হয়নি। পরে ঘরে হিমু আমার মেয়েকে একা পেয়ে খুনের ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪