খুলনায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে আটকে রেখে রাতভর ধর্ষণের করা হয়েছে । অঙ্গান অবস্থায় সেই মেয়েটিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সোমবার (১ নভেম্বর) এ ঘটনায় খুলনা থানায় মামলা হয়েছে। তবে ধর্ষণকারী চয়নকে এখনও আটক করা সম্ভব হয়নি।
খুলনা সদর থানার এক পুলিশ কর্মকতা জানায়, মেয়েটির মা বাদী হয়ে রূপসা মোড়ের গোলাম মোস্তফার ছেলে চয়নের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
মেয়েটির পরিবার থেকে জানা যায়, শনিবার সন্ধ্যায় ওই স্কুল ছাত্রী ও তার বড় বোন রূপসা মার্কেটে বাজার করতে যায়, সেখান থেকে ওই স্কুল ছাত্রীকে জোর করে তুলে নিয়ে যায় চয়ন ও তার সহযোগিরা।
জানা গেছে, স্কুলে আসা-যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করতো চয়ন।
রবিবার সকালে মেয়েটির পরিবার জানতে পারে যে, মেয়েটিকে রূপসার একটি পরিত্যক্ত স্থানে নিয়ে শারীরিক ও যৌন নির্যাতন করা হয়েছে। এরপর মেয়েটির পরিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন পরে ছাত্রীর জবানবন্দী অনুযায়ী তার মা বাদী হয়ে সদর থানায় ধর্ষণ মামলা করেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪