
ধর্ষণ নারীকে,টাকা আদায় ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিতে - Trustnews24.com
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানাধীন পানিশাইল এলাকায় এক পোশাক শ্রমিককে (২৫) ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের পর তা ভিডিও করে টাকা আদায়ের অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় অভিযুক্ত ও তার সহযোগীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে কাশিমপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান, গাজীপুর মহানগরীর কাশিমপুর পানিশাইল এলাকায় বাসা ভাড়া নিয়ে স্থানীয় একটি পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে চাকরি করেন ওই নারী। একই কারখানায় চাকরির সুবাদে আবু বক্কর সিদ্দিক রাহাত (২০) নামে এক শ্রমিকের সঙ্গে তার পরিচয় হয়।
গত ১৬ জানুয়ারি ওই নারীকে নতুন বাসা ভাড়া নেওয়ার কথা বলে রাহাত সন্ধ্যা ৬টার দিকে কৌশলে কাশিমপুর পানিশাইল এলাকার একটি টেক্সটাইল কারখানার পরিত্যক্ত কোয়ার্টারের কাছে নির্জন ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে আগে থেকেই অপেক্ষায় থাকা চার ব্যক্তি তাকে পথরোধ করে। পরে তাকে নির্জন ফাঁকা স্থানে নিয়ে মোবারক হোসেন নামে একজন ধর্ষণ করে। এসময় মোবারকের সাথে থাকা চারজন মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে।
ধর্ষণের শেষে ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দেখিয়ে ওই নারীর কাছে ১০ হাজার টাকা দাবি করে ধর্ষক ও তার সহযোগীরা। পরে ভুক্তভোগী মানসম্মান রক্ষার্থে তার বাবাকে ফোন দিয়ে বিকাশের মাধ্যমে টাকা এনে অভিযুক্তদের দেয়। টাকা পেয়ে তাকে ছেড়ে দেয়। তবে এ বিষয়ে কাউকে কিছু জানালে ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল করে দেবে বলে হুমকি দেওয়া হয়।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪