মক্কার পবিত্র কাবা শরিফ নারী হজ ও ওমরাহ পালনকারীদের সেবার জন্য আরও প্রায় দেড় হাজার নারী নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ চূড়ান্ত করেছে পবিত্র মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সি। নিয়োগ পাওয়া দেড় হাজার নারী কর্মীর মধ্য কারিগরি ও পরিষেবাবিষয়ক সংস্থায় কাজ করবে ৬০০ জন। বাকি ৯০০ জন নারীদের দর্শনার্থী ও ইবাদতকারীদের জন্য নির্ধারিত স্থানের ইলেকট্রিক যানবাহন পরিচালনা, জমজম পানি বিতরণ, তথ্যকেন্দ্র, প্রশাসনিকবিষয়ক, জনসংযোগ, মিডিয়া এবং যোগাযোগ ও অভ্যন্তরীণ নিরীক্ষণ বিভাগে মোতায়েন করা হবে।
এ প্রসঙ্গে আরব নিউজকে দেশটির নারীবিষয়ক উন্নয়ন উপপ্রধান ড. আল-আনাউদ বিনতে খালিদ আল-আবোদ বলেন, এই পদক্ষেপটি কেন্দ্রীয় রূপান্তরমূলক উদ্যোগ ২০২৪-এর আওতাভুক্ত। যাতে দুই পবিত্র মসজিদে নারীদের সেবার মান আরো উন্নত হয়। সৌদি আরবে নারীর ক্ষমতায় ও সৌদির ভিশন-২০৩০-এর সঙ্গে মিল রেখেই কাবা শরিফে নারীদের উন্নয়নে কাজ করতে এ নিয়োগ প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে সৌদি ভিশন-২০৩০ উপলক্ষে পবিত্র নগরী মক্কা ও মদিনায় ১০ নারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল। যারা পবিত্র নগরী মক্কা তথা কাবা শরিফ ও মদিনার মসজিদে নববির কাজ পরিচালনায় যথাযথভাবে কাজ করবে।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪