কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় বিয়েবাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদল নববধূর গহনা ও টাকা লুট করেছে। সোমবার রাত ৮টার দিকে বাহারছড়ার ছালামের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গিয়েছে, উপজেলার বাহারছড়া হলবনিয়া ছালামের বিয়ে বাড়িতে ডাকাতদল হানা দেয়। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা নববধূর তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে এবং অর্ধলাখ টাকাও নিয়ে যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল হালিম গণমাধ্যমকে বলেন, বিয়ে বাড়িতে ডাকাতি ঘটনা শোনার পর পুলিশের একটি টিম পরিদর্শন করেছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
আমাদের ফেইসবু লিংক : ট্রাস্ট নিউজ ২৪