বীরগঞ্জে বাড়ীতে ঢুকে হামলা মারপিট ও স্বর্নলংকার ছিনতাই ঘটনায় আহত রোজিনা হাসপাতালে ভর্তি হয়েছে। উপজেলা সদর থেকে ৪০ কিলোমিটার উত্তরে শতগ্রাম ইউপি’র গড়ফতু ডাঙ্গা গ্রামে জমির সীমানায় একটি গাছ কেটে নেওয়ার ঘটনায় রওশন আরা বেগম ও বিলকিস বেগম জোটবদ্ধ হয়ে গত শনিবার বিকেলে প্রতিবেশী রুহুল আমিনের অনুপস্থিতে বাড়ীতে ঢুকে স্ত্রী রোজিনা বেগমের টানা-হেচরা করে শাড়ী ব্লাউজ ছিড়ে ফেলে মারপিটসহ মারাত্মক জখম করে।
আহত রোজিনা বেগমের চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে আহত রোজিনার কথা হলে জানান, হত্যার উদেশ্যে তাকে আক্রমন করে রওশন আরা বেগম ও বিলকিস বেগম মারপিট করে মাটিতে ফেলে আট আনা ওজনের স্বর্ণের গলার চেন ছিনিয়ে নিয়েছে গেছে। অভিযুক্ত রওশন আরা বেগমের ছেলে বাপ্পী ও দেবর জাহাঙ্গীর মার পিটের ঘটনা স্বীকার করে জানান, সীমানার একটি গাছ দাবি করার কারনে সামান্য মারপিট হয়েছে। শতগ্রাম ইউপি চেয়ারম্যান কেএম কুতুব উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। বীরগঞ্জ থানায় দেয়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।