ফেনীর এক প্রবাসীর মরদেহ দেশে ফেরার কয়েক মিনিটের মধ্যে তার স্ত্রীর মৃত্যু হয়েছে। এরপর তাদের এক ছেলেকে অসুস্থ হয়ে পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ।
ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের চর কালিদাস গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, জামাল উদ্দিন (৪৭) অসুস্থ হয়ে মালদ্বীপে মারা যান। মরদেহ মঙ্গলবার বাড়ি আসার ৫ মিনিটের মধ্যে স্ত্রী খোদেজা বেগমের (৩৮) মৃত্যু হয়।
বাবার পর মায়ের মৃত্যু দেখে বড় ছেলে মো. আজাহারও (১৮) অসুস্থ হয়ে পড়েন । পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
অল্প সময়ের ব্যবধানে বা-মাকে হারানো দুই সন্তানের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, ১৪ বছর আগে মালদ্বীপে যান জামাল উদ্দিন। প্রবাসে থাকা অবস্থায় ছুটিতে ৩-৪ বার বাড়িতে এসেও ঘুরে যান। গত ২৩ জুন জামাল উদ্দিন ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে মালদ্বীপে মারা যান। মঙ্গলবার রাত ৯টায় তার মরদেহ ফেনীর ফরহাদনগর ইউনিয়নের চর কালিদাস গ্রামের বাড়িতে আনা হয়।
জামাল উদ্দিনের লাশ বাড়িতে পৌঁছানোর পর পরই লাশ দেখে নির্বাক হয়ে যান স্ত্রী খোদেজা বেগম। পাঁচ মিনিট পরই ‘হৃদরোগে’ আক্রান্ত হলে তাকে ফেনী জেনারেল হাসপতালে নেওয়া হয়; সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবার পর মায়ের মৃত্যু দেখে বড় ছেলে মো. আজাহারও অসুস্থ হয়ে পড়েন। রাতে তাকে ফেনী ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশী আবদুল্লাহ আল নোমান বলেন, আজাহারকে হাসপাতালে ভর্তির পর মা খোদেজার মরদেহ ঘরে রেখে মঙ্গলবার রাত ১২টার দিকে বাবা জামালের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একটু সুস্থ হলে সকালে ছেলেকে হাসপাতাল থেকে বাড়িতে এনে বুধবার বেলা ১১টার দিকে বাবার কবরের পাশে মা খোদেজা বেগমকেও কবর দেওয়া হয়।
স্বজনদের সঙ্গে দুই ছেলেও মায়ের জানাজায় অংশ নেন। বুধবার বিকালে ফের আহজার অসুস্থ্য হয়ে পড়লে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪