দিনাজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করা একটি পোস্ট ফেসবুকে শেয়ার করায় শাহীন বাবু (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টায় চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের বাংলাবাজার থেকে তাকে আটক করা হয়।
আটক শাহিনুর রহমান উপজেলার ৮নং সাইতাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বাংলাবাজার এলাকার আতিকুর রহমানের ছেলে। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহীন বাবু থানা হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ জানিয়েছে, গত ৭ অক্টোবর (তারেক আহমেদ) নামের ফেসবুক আইডি থেকে শেখ হাসিনার বিকৃত করা ছবিটি পোস্ট করা হয়। ১১ অক্টোবর রোববার শাহীন বাবু ওই ছবিটি তার ফেসবুক আইডিতে শেয়ার করেন।