
দিনাজপুরে পলিটেকনিক মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
দিনাজপুর পলিটেকনিক মাঠে প্রতিবারের ন্যায় ঈদের দ্বিতীয় দিনে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন খেলা-ধুলার আয়োজন এবং পুরুস্কার বিতারন করা হয় । এবছরেও তার ব্যতিক্রম হয়নি ।
গত শুক্রবার (৩০ জুন) ঈদের পরের দিনে দিনাজপুর পলিটেকনিক মাঠে সাবেক জেলা পরিষদের সদস্য জনাব ফয়সাল হাবিব সুমনের সভাপতিত্বে এই খেলার অনুষ্ঠান আয়োজন করা হয় ।

প্রতিবারের মতো এবারও বিভিন্ন রকম খেলা যেমন ছোট ছেলে-মেয়েদের দৌড়, বালিশ খেলা, বল নিক্ষেপ, সুচঁ এ সুতা ভরানো ইত্যাদি ও সবশেষে ছেলেদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে খেলার প্রতিযোগিতা হিসেবে ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয় ।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪