
রোশান সিংয়ের সঙ্গে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর সংসার করছেন না তাও প্রায় বছর হয়ে গেল।
তবে রোশন সিং চাইছেন এই নায়িকাকে নিয়ে একসঙ্গে আবার সংসার শুরু করতে। এ জন্য তিনি আদালতের দারস্থও হয়েছেন
কিন্তু রোশানের সংসারে আর ফিরবেন না শ্রাবন্তী। এবং আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন এ নায়িকা। শুধু বিচ্ছেদই নয়, খোরপোশের দাবিও করেছেন তিনি।
ক্রিমিনাল প্রসিডিউর কোডের ১২৫ ধারা অনুযায়ী, রোশানের কাছ থেকে ভরণপোষণের জন্য টাকা চেয়েছেন শ্রাবন্তী।
রোশান প্রশ্ন রেখে বলেন, আমার বিরুদ্ধে শ্রাবন্তীর কোনো অভিযোগ থাকলে, তা যেন তিনি আদালতে করেন। এভাবে বিভিন্ন দিক থেকে হুমকি বা নোংরা কথা বলে পরিস্থিতিকে জটিল করে তোলার মধ্যে কোনো মানে খুঁজে পাচ্ছি না।
এবারও আদালত থেকে খোরপোষের বিষয়ে কোনো নোটিশ পাননি বলে দাবি রোশানের।
রোশান বলেছেন, খোরপোষের মামলার কোনো কাগজপত্র আমার কাছে এসে পৌঁছায়নি। তাই এ বিষয়ে আমি এখনও কিছু বলতে চাই না।
এদিকে, সব বিবাদ ভুলে আবারো শ্রাবন্তীর সাথে সংসার করতে চাইছেন রোশান সিং। স্ত্রীকে ঘরে ফেরাতে গত জুলাই মাসে মামলা করেছিলেন তিনি।
কিন্তু বিচ্ছেদ চেয়ে শ্রাবন্তী উল্টো নোংরা সব অভিযোগ এনেছেন রোশানের বিরুদ্ধে। রোশানকে চোর অপবাদ দিয়েছেন শ্রাবন্তী।
সাক্ষাৎকারে রোশান আরও বলেন, শ্রাবন্তীর অনেক বন্ধুর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। সেখান থেকেই খবর পেয়েছি শ্রাবন্তী নাকি বলেছে, আমি মোটা। শ্রাবন্তীর মুখ থেকে না শুনলেও যারা আমাকে জানিয়েছেন, তারা আমার বিশ্বস্ত বন্ধু।
তিনি বলেন, আমি চোর অপবাদও পেয়েছি। আমি নাকি শ্রাবন্তীর এক কোটি টাকা নিয়ে চলে এসেছি! আমার সাবেক বান্ধবীকে ফোন করে আমার বিষয়ে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে।
প্রসঙ্গত শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশান সিং। রাজীব বিশ্বাস ও কৃষাণ বিরাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর রোশানকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। ২০১৯ সালে তারা ধুমধাম আয়োজনে মালাবদল করেন। কিন্তু শ্রাবন্তীর আগের দুটি সংসারের মতো এটিও টিকল না। এরই মধ্যে নতুন প্রেমে পরেছেন এ নায়িকা এমন গুঞ্জন ভাসছে টালিউডপাড়ায়।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪