জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরট্রি এলাকায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মেহেদী হাসান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত মেহেদী উপজেলার আওলাই ইউনিয়নের খারিয়াপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। গতকাল বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে চাঁনপাড়া-নিশ্চিন্তা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ সদস্যরা তার বাড়িতে গেছেন। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় মেহেদী। পথে শিরট্রি এলাকায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪