
মাদক পাচারে ব্যবহৃত সাবমেরিন ড্রোন জব্দ : স্পেন
স্পেনের মাদক পাচারে ব্যবহৃত হওযা ৩ টি সাবমেরিন ড্রোন জব্দ করেছে পুলিশ । চালকবিহীন এসব ড্রোন সর্বোচ্চ ২০০ কেজি পর্যন্ত মালামাল বহন করতে পারে।
স্প্যানিশ পুলিশ সাবমেরিন ড্রোন দিয়ে মাদক পাচারের সঙ্গে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে।
দেশটির পুলিশ জানিয়েছে, এসব যান ব্যবহার করে প্রচুর পরিমানে মাদক জিব্রাল্টার প্রণালিজুড়ে পরিবহন করা হতো। জব্দ হওয়া ৩ টি ডুবো যানের মধ্যে একটি পুরোপুরি নির্মিত হয়েছে। বাকি দুটি এখনো নির্মাণাধীন।
ধারণা করা হচ্ছে, ফ্রান্সে কোকেন সরবরাহ করার উদ্দেশ্যে এই সাবমেরিন ড্রোন গুলো তৈরি করা হয়েছে ।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বাবা ও ছেলে রয়েছেন। পুলিশ জানিয়েছে, তাদের একজন হেলিকপ্টার চালনায় অভিজ্ঞ পাইলট। এ ধরনের অত্যাধুনিক যান নির্মাণে তার কারিগরি জ্ঞান আছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪