বলিউড অভিনেত্রী গওহর খানকে ভরা মঞ্চে থাপ্পড় মেরেছিলেন মোহাম্মদ আকিল মালিক নামে এক যুবক। ২০১৪ সালের সেই ঘটনার ভিডিও দীর্ঘদিন পর নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ফিল্মসিটিতে একটি টেলিভিশন শোয়ের শুটিং চলছিল। সেটে উপস্থিত ছিলেন গওহর খান। হঠাৎ এক যুবক দর্শক সারি থেকে মঞ্চে উঠে এসে এই অভিনেত্রীর গালে থাপ্পড় মারেন। সঙ্গে নিরাপত্তারক্ষীরা ওই যুবককে আটক করেন। পরে ২৪ বছর বয়সী যুবক মোহাম্মদ আকিল মালিককে থানায় নিয়ে যাওয়া হয়।
গওহর খানকে থাপ্পড় মারার কারণ ব্যাখ্যা করে আকিল মালিক তখন বলেছিলেন, গওহর খানের পোশাক আপত্তিকর। তার ওপরে তিনি যেভাবে নাচছিলেন, তাতে পোশাক নিয়ে অসুবিধা হচ্ছিল তার, যা আমি মেনে নিতে পারিনি।
জানা যায়, বেশকিছু দিন গওহর খানের এই শোয়ের শুটিং সেটে যান আকিল মালিক। শুরু থেকেই তার ওপর নজর রাখছিলেন আকিল। পরে এই অভিনেত্রীকে শারীরিকভাবে হেনস্তা করেন। শুধু তাই নয়, গওহর খানের শরীরেও আপত্তিকরভাবে হাত দিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন এই অভিনেত্রী। এ ঘটনার পর ফুঁসে উঠেছিল বলিউড। বলিউডের অধিকাংশ নায়িকা এ ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪