রংপুর নগরীর হারাগাছ মেট্রোপলিটন এলাকায় রকি মিয়া (১৮) নামে এক যুবকের মরাদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে কিশামত হাজিপাড়ায় একটি পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা রকি মিয়ার মরাদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। রকি মিয়া মেট্রোপলিটন হাজিরহাট থানার মনোহর গ্রামের তছলিম উদ্দিনের ছেলে। কী কারণে রকি মিয়া মারা গেছেন সেই কারণ খুঁজতে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হারাগাছ থানার ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থ জনিত কারণে পুকুরে ডুবে মারা যেতে পারে। তবে ময়না তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪