
বাজি ধরে গরম চা খেয়ে যুবকের মৃত্যু !
বাজি ধরে গরম চা খেয়ে মোস্তফা (২০) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে কক্সবাজারের ঈদগাঁও ইসলামপুরের নতুন অফিস বাজারে এই ঘটনা ঘটে। মৃত মোস্তফা উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
পরের দিন শুক্রবার পুলিশ ঘটনাস্থল থেকে ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে যান।
এলাকাবাসী জানান, মোস্তফা নতুন অফিস বাজারে তাওয়াককুল জুস কর্নারে চাকরি করতেন। ওই দিন রাতে সে ও তার তিন বন্ধু সাথে চায়ের টেবিলে বাজি ধরে যে , ‘৫ সেকেন্ডের মধ্যে যে গরম চা কে খেতে পারবে তাকে ৫শ টাকা দেওয়া হবে’ কেউ সাহস না করলেও মোস্তফা এক কাপ গরম চা খেয়ে ফেলেন। পরে তার গলায় যন্ত্রণা শুরু হলে ঈদগাঁওর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন। তবে সদর হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ঈদগাঁও থানার এক কর্মকর্তা জানান, তিন বন্ধু খেলার ছলে বাজি ধরে। তাদের একজন মোস্তফা গরম চা খেয়ে ফেলে। এতে তিনি অসুস্থতা বোধ করলে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪