চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ধান বোঝায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ট্রাকের চালক মো. আব্দুল মতিন (৩২) নিহত হয়েছেন। আজ শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নাচোল-ধানসুরা সড়কের গনইর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মতিন জেলার নাচোল উপজেলার সূর্যপুর গ্রামের মৃত ফুল মোহাম্মদের ছেলে।
নাচোল থানার ওসি মিন্টু রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৬টার দিকে নাচোলের গনইর নামক স্থানে ধান বোঝায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। পরে পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকের সহকারী পলাতক রয়েছে বলেও জানান ওসি।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪