মুক্তিযোদ্ধারা হলো দেশের শ্রেষ্ট সন্তান। মুক্তিযোদ্ধারা না হলে এ দেশ স্বাধীন হতো না। স্বাধীনতা সংগ্রামের জন্য তারা চির স্বরণীয় হয়ে থাকবেন। পার্বতীপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন-পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। আজ শনিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিচালনা কমিটি ও সহায়তাকারী কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক পৌর মেয়র আলহাজ¦ আঃ ওহাব সরকার।
এতে বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দীন আলী, সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিচালনা কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ, বীরমুক্তিযোদ্ধা মাহফুজ ইসলাম মাহফুজ ও মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন প্রমুখ। করোনাভাইরাস প্রতিরোধে মুক্তিযোদ্ধাদের হাতে মাস্ক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ। মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়।