বান্দরবানের লামা এলাকায় দুই শিশু সন্তানকে ঘরে তালাবন্ধ করে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে রাতভর ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর এবং বসত বাড়িতে লুটপাট করে তারা। বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের বৈদ্যভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গৃহবধূ তার দুই শিশু সন্তানকে নিয়ে নিজ বাড়িতে একা থাকতেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা তার মুখ চেপে ধরে। এ সময় তার দুই শিশুকে ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে রাতভর ধর্ষণ ও মারধর করা হয়।
ধর্ষণের পর দুর্বৃত্তরা বাড়ির আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় বলেও জানা যায়।
সকালে এক নারী ওই বাড়িতে পানি আনতে গেলে ঘরের ভিতরে দুই শিশুর কান্না শুনতে পান। তিনি এগিয়ে গেলে প্রবাসীর স্ত্রীকে বাড়ির পেছনে হাত-পা বাঁধা অবস্থায় দেখেন। পরে জানাজানি হলে প্রতিবেশীরা এগিয়ে আসেন।খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ওই নারীকে উদ্ধার করে।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪