পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের চালক প্রাণ হারিয়েছেন। আজ বুধবার সকালে দেবনগর ইউনিয়নের টটুয়াপাড়া এলাকায় জগদল-দেবনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক হলেন মো. মাসুম বিল্লাহ (২০)। তিনি দেবনগরের দলুয়াগছ এলাকার সোলেমান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, আজ মাসুম মোটরসাইকেলে করে তাঁর এক মামাতো ভাইকে পঞ্চগড় শহরে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে জগদল-দেবনগর সড়কের টটুয়াপাড়া এলাকায় পৌঁছান। সেখানে ট্রাক্টরকে পাশ কাটতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ মাসুম সড়কের পাশে ছিটকে পড়েন। আশপাশের লোকজন তাঁকে আহত অবস্থায় উদ্ধার করেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।