চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র যুব মহিলা লীগ জেলা শাখার সভাপতি ফরিদা ইলিয়াস।
শুক্রবার (১২ মার্চ) রাতে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত ফরিদা ইলিয়াসকে রাতেই চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই হাসপাতালের প্রধান ডা. মোবারক হোসেন চৌধুরী জানান, ফরিদা ইলিয়াস আপাতত আশঙ্কামুক্ত। তিনি আরো জানান, পাথরের আঘাত এবং আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন ফরিদা ইলিয়াস। যে কারণে তাকে পর্যাপ্ত বিশ্রামে থাকতে হবে।
এদিকে ফরিদা ইলিয়াস আহত হয়ে হাসপাতালে। এমন সংবাদ পেয়ে রাতেই সেখানে ছুটে যান, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল। এ সময় আরো অনেকেই হাসপাতালে গিয়ে ফরিদা ইলিয়াসের সবশেষ পরিস্থিতি জানতে খোঁজখবর নেন।
আহত ফরিদা ইলিয়াস জানান, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন তিনি। এই ট্রেন শুক্রবার রাতে কুমিল্লার লাঙ্গলকোট এলাকায় পৌঁছালে বাইরে থেকে কে বা কারা ট্রেনের জানালা দিয়ে পাথর ছুড়ে মারে।
এতে পাথরের আঘাতে আহত হওয়াসহ ওই সময় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে চাঁদপুর শহরের প্রিমিয়ার হাসপাতালে ভর্তির পর তার জ্ঞান ফিরে আসে। বিষয়টি চাঁদপুর জিআরপি থানাকে জানানো হয়েছে বলেও জানান আহত ফরিদা ইলিয়াস।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪