গাড়ির তেলের দাম বাড়ায় ধর্মঘটের দ্বিতীয় দিনে শনিবার ঢাকা-খুলনা মহাসড়কে দেখা গেছে ব্যক্তিগত সব গাড়ির চাপ।
এছাড়াও পরিবহন না থাকার কারণে মহাসড়কে ভেঙে ভেঙে যাতায়াত করায় তাদের অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে চলাচলকারী যাত্রীরা । ফলে তাদের ভোগান্তিতে চলতে হচ্ছে।
এক যাত্রী বলেন, গোয়ালন্দ মোড় থেকে দুদিন আগেও বাজারে ১০ টাকা ভাড়া দিয়ে এসেছিলাম এখন সে ভাড়া বাড়িয়ে সেখানে ১৫ টাকা করা হয়েছে।
প্রাইভেটকারে আসা এক যাত্রী বলেন, আমার মা অসুস্থ হয়েছে তাই ঢাকা থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে গ্রামের বাড়ি যাচ্ছি। একেইতো মা অসুস্থ তার ওপর বেশিভাড়া দিয়ে প্রাইভেটকার নিয়ে যেতে হচ্ছে। কিন্তু পরিবহন থাকলে এতো ভাড়া গুণতে হতো না বলে জানান তিনি।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪