হবিগঞ্জের বানিয়াচঙ্গে ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানান, জেলার বানিয়াচং উপজেলা ওই স্কুলছাত্রী মঙ্গলবার রাতে বাড়ির ঘরে একা ঘুমিয়ে পড়ে। বুধবার ভোর রাতের যে কোন এক সময়ে একদল বখাটে ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটি চিৎকার করলে বখাটেরা তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে চলে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে তার অবস্থার অবনিত ঘটলে বেলা সাড়ে ১০টার দিকে তাকে সিলেটে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মো. সেলিম জানান, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অব্যাহত অভিযান চলছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪