দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি ) বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে আজ (১ লা ফেব্রুয়ারি) । গত ২রা জানুয়ারি ২০১৭ সালে হাবিপ্রবির দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বাকৃবি ) অধ্যাপক ড. মু. আবুল কাসেম।
বর্তমান উপাচার্যের আমলে বেশ কিছু অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হলেও শিক্ষার্থীদের সেসনজট, ক্লাসরুম, ল্যাব সংকট সহ শিক্ষক সংকট নিরাসন করতে পারেন নি বলে অভিযোগ করেছেন হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।
বর্তমান উপাচার্যের চার বছরের মূল্যয়নের সম্পর্কে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী মোঃ ইমরান আলী বলেন, ” ব্যক্তি হিসাবে উপাচার্য মহোদয় ভালো মানুষ ছিলেন। তবে বিভিন্ন সময় শিক্ষক ও শিক্ষার্থীদের সংগঠিত আন্দোলন অনেক কাজে বাঁধার সৃষ্টি করে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে গ্রুপিং থাকায় বেশ কিছু বিভাগ সুবিধা অর্জন করলেও অন্যান্য বিভাগ সমূহ বেশ পিছিয়ে পরে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা। আশা করি পরবর্তি উপাচার্য মহোদয় এসকল সমস্যা কাটিয়ে হাবিপ্রবিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন “।
এদিকে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব পালন করা উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারের সাথে যোগাযোগ করে হলে তিনি জানান, ” আজ বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে। যেহেতু উপাচার্য মহোদয় ক্যাম্পাস ছাড়ার আগে আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যেহেতু আজ থেকে আমার রুটিন দায়িত্বও শেষ হচ্ছে। আমি ইউজিসিকে জানিয়েছি আজ থেকে উপাচার্যের দায়িত্ব শেষ হচ্ছে। আশা করছি খুব দ্রুত সময়ের মাঝেই যেকাউকেই অস্থায়ী ভিত্তিতে উপাচার্যের দায়িত্ব দিতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ “।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেমের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য যে, গত ২০১৭ সালে সাত মাসের ব্যবধানে দুইটি ভর্তি পরীক্ষা নিয়ে চমক সৃষ্টি করলেও নানান চাপে গত ১৩ জানুয়ারী ( বুধবার ) অসুস্থতার কারণ দেখিয়ে মধ্যরাত হঠাৎ ক্যাম্পাস ছাড়েন তিনি। ক্যাম্পাস ছাড়ার আগে তার বাসভবনে রেখে যাওয়া চিঠিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারকে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করার নির্দেশ দিয়ে যান।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪