দিনাজপুরের বিরামপুরে ৩৬ বছর বয়সী হামিদুল নামক এক রিক্সা চালক যুবকের জিহ্বা কর্তনের অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। আহত যুবক হামিদুল পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ট চাঁদপুর নতুন পাড়া (ভোকেশনাল স্কুল মাঠ সংলগ্ন) মহল্লার মৃত্যু হাসিম উদ্দিন এর ছেলে।
রোগী ও রোগীর স্বজনরা জানান, রবিবার রাত সাড়ে ১০ টায় হামিদুল ভাড়ায় চালিত রিক্সা গ্যারেজে জমা দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল পথে পৌর শহরের কলাবাগান ও হাসপাতাল গেটের মাঝামাঝি স্থানে অজ্ঞাত দুই-তিনজন যুবক মটর সাইকেলে করে হামিদুলকে জোর পৃর্বক উঠিয়ে শহরের বাহিরে কেটরা রাস্তার দিকে নিয়ে গিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং জিহ্বার সামনের অংশটুকু কেটে নেয় একপর্যায়ে হামিদুল সেখান থেকে পালিয়ে পায়ে হেঁটে নিজ বাড়িতে আসে। এ অবস্থা দেখে পরিবারের লোকজন রাত সাড়ে ১১ টায় তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে যেতে বলেন।
সকাল পেরিয়ে সোমবার দুপুরে এঘটনা জানাজানি হলে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয় খবর পেয়ে দুপুরেই থানার ওসি মনিরুজ্জামান আহত হামিদুলের বাসায় ছুটে আসেন তাকে দেখতে এবং তৎক্ষনাৎ রোগীকে বাড়ি থেকে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। পরে উপস্থিত সাংবাদিকদের ওসি মনিরুজ্জামান বলেন, রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ও তার স্ত্রীকে থানায় মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি তদন্তপৃর্বক এঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রহমান রোগীর স্বজনদের বরাত দিয়ে বলেন, রোগী সুস্থ হলে তার কাছ থেকে শুনে স্বজনদের সাথে পরামর্শে করে থানায় অভিযোগ দেওয়া হবে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪