মাইক্রোবাস থেকে লাফ দেয়ায় পর ট্রাকের চাকার নিচে পরে বোরহান উদ্দিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছেন। রোববার দিবাগত রাত ১টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বোরহান উদ্দিন মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের কাঠ ব্যবসায়ী মিয়া জানের ছেলে।
নিহত যুবকের বাবা জানান, দীর্ঘদিন ধরে আমার ছেলে বোরহানের সাথে ইব্রাহিমপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে পপি খাতুনের প্রেমের সম্পর্ক হয় । শনিবার তারা পালিয়ে বিয়ে করে। পরে নববধূকে নিয়ে বোরহান তার চাচাতো বোনের বাড়ি ওঠে।
নিহতের বাবা আরও জানান, খবর পেয়ে আমরা রোববার রাতে বোরহান ও নববধূকে আনতে যাই। মাইক্রোবাসে করে ফেরার পথে চলন্ত গাড়ি থেকে লাফ দিলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকার নিচে পরে মূত্যু হয় বোরহানের।
এদিকে জানা যায়, ‘বোরহানের স্ত্রী পপির আগেও দুবার বিয়ে হয়েছিল। এ বিষয়টি পরিবারের সদস্যরা মেনে নিতে পারছিলো না। তাই এ বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে দন্ধের জের ধরে বোরহান মাইক্রোবাস থেকে লাফ দেয়।’
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪