বীরগঞ্জে ১১ নভেম্বর কল্যানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তির ৪০ হাজার টাকা মুল্যের ৮টি ইউসহ অন্য প্রজাতির চোরাই গাছের কাঠ উদ্ধার করা হয়েছে। উপজেলার কল্যানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ করে জানান, ১৯৬৩ইং ২দশমিক ৯১ শতাংশ রেজিষ্ট্রি মুলে প্রাপ্ত প্রতিষ্ঠিত বিদ্যালয়ের জমির ইউসহ অন্য প্রজাতির ২৫টি গাছ কেটে সৈয়দপুর কল্যানী গ্রামের বুলু আহমেদ গাছ চুরি করে ২৪ শতাংশ স্কুলের জমি জবর দখল ও মার্কেট নির্মান করছে।
অভিযোগের প্রেক্ষিতে জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা শিক্ষা অফিসার সরেজমিনে গিয়ে বাধা দিলেও প্রশাসনকে ট্যালেন্স করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রধান শিক্ষক অসুস্থ (অপেন হার্ড সাজারী) আর্জিনা বেগম থানায় গাছ চুরির মামলা করেন। মামলার তদন্তকারী অফিসার এসআই নাজমুল ইসলাম জানান, কল্যানী বাজারে অভিযান চালিয়ে কাঠ ব্যবসায়ী শামীমের কাছ থেকে আনুমানিক ৪০ হাজার টাকা মুল্যের ৮টি ইউসহ অন্য প্রজাতির চোরাই গাছের কাঠ উদ্ধার করা হয়েছে। চোরাই কাঠ ব্যবসায়ী শামীম বলেছে বুলু আহমেদ বিক্রি করেছে। চোরাই গাছ বিক্রেতা বুলু আহমেদ ও ক্রেতা শামীমকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। প্রত্যক্ষদর্শিরা জানান, চোরেরা প্রশাসনের সাথে চ্যালেন্স করে কল্যানী বাজারে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে এবং সরকারী স্কুলের জমিতে জোর পূর্বক পাকাঘরের মার্কেট নির্মান করছে।