বাংলাদেশ ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। এবার তাকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। এটি পরিচালনা করবেন এফআই মানিক।
সিনেমাটির নির্মাতা এফআই মানিক বলেন, এই বায়োপিকটি সিনেমার পরিচালনা আমি করব। আর তারাতারি এর শুটিং শুরু হবে।
নির্মাতা আরও বলেন, ঢাকাই চলচ্চিত্রের প্রধান চিত্রনায়ক শাকিব খানের জীবনের একটি অংশ থেকে এই ছবির গল্প তৈরি করা হয়েছে। এখানে শাকিব খানের শৈশব-কৈশোরের গল্প থাকবে না। থাকবে রঙিন দুনিয়ায় প্রবেশের ঠিক পূর্ব থেকে জনপ্রিয় ও প্রধান নায়ক হয়ে ওঠার গল্প ।
কিন্তু শাকিব খানের চরিত্রে তে অভিনয় করবেন তা এখনো ঠিক জানা যায়নি।
শাকিব খানের অন্যতম পার্শ্ব অভিনেত্রী অপু বিশ্বাসের চরিত্রে কে অভিনয় করতে যাচ্ছেন এ বিষয়ে নির্মাতা এখনই কোনো তথ্য জানাতে চাননি।
মূলত, শাকিব খানের আসল নাম মাসুদ রানা। তিনি শাকিব খান নামটি কীভাবে পেলেন সেই গল্পটিও দর্শকরা দেখতে পাবেন এই সিনেমায় ।
শাকিব খান কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন; যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনটি বাচসাস পুরস্কার ও চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার। তিনি ২০১০ সালের ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, ২০১২ সালের খোদার পরে মা, ২০১৫ সালের আরো ভালোবাসবো তোমায় এবং ২০১৭ সালের সত্তা চলচ্চিত্রের জন্য চারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪