সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকান অভিনেতা ইউনিয়ন থেকে সদস্য পদ প্রত্যাহার করেছেন। সাবেক এই রিয়ালিটি স্টারের সদস্য পদ প্রত্যাহার করা হবে কিনা ইউনিয়নের এমন একটি বৈঠকের আগে ট্রাম্প নিজেই সরে দাঁড়ালেন।
স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড- আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টসের (এসএজি-অ্যাফট্রা) প্রায় ১ লাখ ৬০ হাজার সদস্য রয়েছে। এটা অভিনেতা, সাংবাদিক এবং অন্যান্য মিডিয়া পেশাদারদের সংগঠন। ইউনিয়নের কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্প লিখেছেন, থোরাই কেয়ার করি! আমি আপনাদের ইউনিয়নে আর থাকতে চাই না। ট্রাম্পের এমন চিঠির জবাবে ইউনিয়ন সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে ‘ধন্যবাদ’ জানায়।
এর আগে গত মাসে সংস্থাটি জানায়, তারা ট্রাম্পের সদস্যপদ নিয়ে আগামী মাসে শৃঙ্খলা কমিটির বৈঠকে আলোচনা করবে। গত ৬ জানুয়ারি মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে সহিংস দাঙ্গায় পাঁচজন নিহত হওয়ার পর এসএজি-অ্যাফট্রা এমন ঘোষণা দেয়। তবে ওই বৈঠকের আগে নিজেই সরে দাঁড়ালেন ট্রাম্প।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪