
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের তরিমপুর হঠাৎপাড়া গ্রামে মাহফুজারের নির্মাণাধীন চালকলের গোডাউনটির উত্তরদিকের একটি প্রাচীরের অংশ ধ্বসে গেলে তিন জন শ্রমিক গুরুতর আহত হয়।
আহত ৩ জন হলেন, সদর উপজেলার হরিহরপুর কাউপাড়া গ্রামের সাগর (২০), তরিমপুর হঠাৎপাড়ার মস্তাফিজুর (২৬), রামনগররে মানিক (২৮)।
বুধবার (৫ আগষ্ট) বিকেলে ঝড় হাওয়ায় এই দুর্ঘটানা ঘটে। আহতরা সবাই রাজমিস্ত্রির কাজ করছিল। আহত তিন জনকে উদ্ধার করে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানান।
এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনজন রোগী সন্ধার আগে দুর্ঘটনায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। দুই জনের আঘাত গুরুতর। চিকিৎসা দেয়া হচ্ছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪