ক্ষমতা ছাড়ার আগে হঠাৎ করেই আবারো উত্তেজিত ট্রাম্প। এবার চীনের ৮টি অ্যাপ নিষিদ্ধ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৫ জানুয়ারি) এই অ্যাপগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় হুমকি উল্লেখ করে নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ কার্যকর হবে ৪৫ দিনের মধ্যে। অ্যাপগুলো হলো আলিপেয়, উইচ্যাট পে, শেয়ারইট, টেনসেন্ট কিউ কিউ, ক্যাম স্ক্যানার, ভিমেট, ডব্লিউপিএস অফিস। ট্রাম্প বলেন, দেশের নিরাপত্তার জন্য হুমকি, এমন সব অ্যাপ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আদেশে তিনি বলেন, মার্কিনিরা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে এসব অ্যাপ ব্যবহার করেন, ব্যবহারকারীদের ব্যক্তিগত সব তথ্য চীনে সফটওয়্যারের মাধ্যমে চলে যায়।
ক্ষমতা ছেড়ে দেওয়ার মাসেও চীনাদের নিষেধাজ্ঞার ওপর রেখেছেন ট্রাম্প। এর আগেও ট্রাম্পের খড়গের শিকার হয়েছে স্যোশাল মিডিয়া অ্যাপ টিকটক আর টেলিকম জায়ন্ট হুয়াউয়ে। গত মাসেও চীনের ড্রোন নির্মাতা ও চিপ নির্মাতা অনেক কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পণ্যও চীন আর রাশিয়ার সীমিত কোম্পানি কিনতে পারবেন।
আগস্টে টিকটকের স্বত্বাধিকারী বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে ব্যবসা গুটিয়ে নিতে, না হয় বিক্রি করে দেওয়ার নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন। সেই নির্দেশ উচ্চ আদালতে খারিজ হয়ে যায়। আদালত জানিয়েছিল, ডোনাল্ড ট্রাম্প আইনি ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করছেন। তবে এ বিষয়ে এখনো আলোচনা চলছে।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪