মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ দিনাজপুর ধর্মপ্রদেশের অধীনস্থ কসবা এলাকায় শান্তি রাণী কন্ভেন্ট এর নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
১ অক্টোবর শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নব-নির্মিত শান্তি রাণী কন্ভেন্ট ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর ধর্মপ্রদেশের ধর্মপাল সেবাস্টিয়ান টুডু ডিডি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিকেন সিটির রাষ্ট্রদূত পোপ-এর প্রতিনিধি ঢাকা বাংলাদেশ এর আর্চ বিশপ জর্জ কোচেরি, দিনাজপুর সেন্ট ভিনসেন্ট হাসপাতালের পরিচালক ফাদার মিখেলে ব্রামবিল্লাহ পিমে, দিনাজপুরের সেমিনারি পরিচালক জেনারেল ফাদার কেরুবিম বকলা, কারিতাস দিনাজপুর অঞ্চলের পরিচালক মিস্টার রঞ্জন রোজারিও। এসকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের শান্তি রাণী কন্ভেন্ট এর সুপিরিও জেনারেল সিস্টার রেবেকা কিসপট্টা সি.আই.সি।
এছাড়াও দিনব্যাপী সকল অনুষ্ঠানে দিনাজপুর ধর্মপ্রদেশের অধীনস্থ বিভিন্ন জেলা ও এলাকা থেকে আগত পুরোহিতগন, ফাদার, ব্রাদার, সিস্টার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাগন অংশগ্রহণ করেন।
শান্তি রাণী কন্ভেন্ট-এর নতুন ভবন উদ্বোধন এর কার্যক্রম সকাল ৯ টায় দিনাজপুরের ক্যাথিড্রাল গির্জায় পবিত্র খ্রীষ্টযাগ এর মাধ্যমে প্রার্থনা অধিবেশন হয়। সকাল ১১ টায় শান্তি রাণী কন্ভেন্ট-এর ফিতা কেটে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন এবং সাড়ে ১১ টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সর্বশেষে শান্তি রাণী কন্ভেন্ট এর স্মরণিকা প্রকাশনার মোড়ক উন্মোচন এর মাধ্যমে দিনব্যাপী সকল কার্যক্রমের সমাপ্তি করা হয়।