মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবস-২০২১ উদযাপন করা হয়েছে।
উক্ত কর্মসূচীর মধ্যে ছিলো জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, আলোচনা সভা, যুব ঋণ- প্রশিক্ষন সনদ, যুব সংগঠনের নিবন্ধন সনদ বিতরণ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১ নভেম্বর সোমবার সকাল ১১টায় জেলা শিশু একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। সম্মানীত অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুঁই এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসলাম উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম।
অনুষ্ঠানে মনোয়ারুল আলম ও মারজিয়া খানম মৌ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষনার্থী মঞ্জুরী আরা, শাহরিয়ার রায়হান, সফল আত্মকর্মী হাসানুজ্জামান ডালিম ও যুব সংগঠক মমিনুল ইসলাম। আলোচনা সভা শেষে সম্মানীত অতিথিবৃন্দ যুব ঋণের চেকসহ অন্যান্য সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পৌর শহরের ১২টি ওয়ার্ডে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।