
মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের পুলহাট বারোয়ারী দুর্গাপূজা মন্ডপে এই প্রথমবারের মত কুমারীপূজা অনুষ্ঠিত হয়েছে। পৌরহিত্য করেছেন এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর এর অধ্যক্ষ প্রকৌশলী জয়ন্ত কুমার সরকার।
এসময় দূরদূরান্ত হতে সহস্রাধিক ভক্তের সমাগম হয়। পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী খিতেন চন্দ্র দেবশর্মা ও সম্পাদক শ্রী প্রমথ চন্দ্র দেবশর্মা সার্বিক ভাবে কুমারী পূজার যাবতীয় বিষয় তত্ত্বাবধান করেন। অধ্যক্ষ প্রকৌশলী জয়ন্ত কুমার সরকার পূজা শেষে পূজার তাৎপর্য নিয়ে আলোকপাত করেন এবং কমিটির পক্ষ হতে সকলকে দুর্গা পূজার শুভেচ্ছা জানান।