দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪২৮ সনের বার্ষিক নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত মোঃ একরামুল আমিন-মোঃ তহিদুল হক সরকার বিপুল ভোটের ব্যবধানে পূর্ণ প্যানেলে বিজয় অর্জন করেছেন। ১৫টি পদের মধ্যে ১৫টিতেই বিজয় অর্জন করেছেন।
সভাপতি পদে মোঃ একরামুল আমি ২৮৮ ভোট বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন মোঃ নুরুল ইসলাম-৪ প্রাপ্ত ভোট ২৬৬ ও মোঃ মেহবুব হাসান চৌধুরী লিটন প্রাপ্ত ভোট ২৮২। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ তহিদুল হক সরকার প্রাপ্ত ভোট ২৮৪। সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ সাইফুল ইসলাম-২, প্রাপ্ত ভোট ২৩৫ ও ইদ্রোজিৎ কুমার রায় (অনিক) প্রাপ্ত ভোট ২৪১। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন রনি চন্দ্র রায় প্রাপ্ত ভোট ২৩২। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয় হয়েছেন মোছাঃ সাহিমা সুলতানা (হীরা) প্রাপ্ত ভোট ২৪৩। সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আলহাজ¦ মোঃ মিজানুর রহমান প্রাপ্ত ভোট ২৬২। পাঠাগার সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ কামরুল হাসান-১ প্রাপ্ত ভোট ৩০২। এবং নির্বাহী সদস্য পদে ৫ জন বিজয়ী হয়েছেন। তারা হলেন-মোঃ আবুল কালাম আজাদ-৫ প্রাপ্ত ভোট ২৬৪, মোঃ মাসুদ রানা-২ প্রাপ্ত ভোট ২৮২, মোঃ সাদিব বিন গোলাম নাসের প্রাপ্ত ভোট ৩১৫, মোছাঃ সাবিনা ইয়াসমিন-২ প্রাপ্ত ভোট ২৩৮ ও মোঃ সাদেকুজ্জামান সাগর প্রাপ্ত ভোট ২০৪।
সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হয়েছে নির্বাহী সদস্য সাদিব বিন গোলাম নাসের। তিনি পেয়েছেন ৩১৫ ভোট। আর দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন পাঠাগার সম্পাদক মোঃ কামরুল হাসান-১। তাঁর প্রাপ্ত ভোট ৩০২টি।
অপরদিকে মাজহার-সাইফুল প্যানেলে সভাপতি পদে জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি মোঃ মাজহারুল ইসলাম সরকার পেয়েছেন ১৭৯ ভোট, সহ-সভাপতি পদে আবু রুশ্দ হাবিব পেয়েছেন ১৭০ ভোট, মোঃ ইকবাল রায়হান সোহেল পেয়েছেন ১৩৪ ভোট, সাধারণ সম্পাদক পদে জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক হাজী মোঃ সাইফুল ইসলাম-১ পেয়েছেন ১৭৫ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে অপূর্ব রায় পেয়েছেন ২১২ ভোট, মোঃ শাহিনুর ইসলাম মানিক পেয়েছেন ১৭০ ভোট, কোষাধ্যক্ষ পদে এন এইচ মাহবুব উল হক (বাবু) পেয়েছেন ২২৪ ভোট, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে খুরশিদা পারভীন (জলি) পেয়েছেন ২১০ ভোট, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ দেলোয়ার হোসেন-২ পেয়েছেন ১৯৩ ভোট, পাঠাগার সম্পাদক পদে তৌহিদা ইয়াসমিন (তানিন) পেয়েছেন১৫২ ভোট, নির্বাহী সদস্য পদে মোঃ মিজানুর রহমান-২ পেয়েছেন ১২৪ ভোট, মোঃ জাকারিয়া হোসেন পেয়েছেন ১৭৭ ভোট, আইরিন পারভীন পেয়েছেন ১৭১ ভোট, মোঃ আরিফ ইকবাল হাশ্মী পেয়েছেন ১৬৪ ভোট ও মাসুদা বেগম পেয়েছেন ১৬২ ভোট।
এর আগে শনিবার ৪ সেপ্টেম্বর সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পুরিবেশে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের পর গননা শেষে রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।