‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
৬ অক্টোবর বুধবার দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ের কাঞ্চন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম-এর সভাপতিত্বে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ উপলক্ষ্যে আলোচনা সভায় অংশগ্রহণ করেন সিভিল সার্জন ডাঃ মো. আব্দুল কুদ্দুস, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুমিনুল ইসলাম, আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া, সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অশোক কুমার রায়, কমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান জুয়েল, দিনাজপুর পৌর কাউন্সিলর মো. জুলফিকার আলী স্বপন, রেহাতুল ইসলাম খোকা, শংকরপুর ইউনিয়ন পরিষদের সচিব সুশীল কুমার রায় প্রমুখ।