র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৬ অক্টোবর ২০২১ দুপুরে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন পৌরসভাস্থ আনসার ক্লাব বটতলী এলাকায় অভিযান পরিচালনা করে ১৬২ লিটার চোলাইমদ সহ ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ১টি অঠোবাইক সহ দিনাজপুর জেলার পৌরসভাধীন উত্তর বালুবাড়ী এলাকার শ্রী দিলীপ সাহা (৩৫)-কে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামী কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।