
দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর শনিবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার শংকরপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কোতয়ালী তাঁতী লীগ আয়োজিত ৮নং শংকরপুর ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম আলাল।
অনুষ্ঠানে সদর উপজেলা তাঁতী লীগের আহবায়ক এসএম আব্দুল আজিজ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের সদস্য সচিব সামশুল হুদা শান্ত। এছাড়াও ইউনিয়ন তাঁতীলীগের সদস্য সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, শহর তাঁতী লীগের আহবায়ক আবু বক্কর সিদ্দীক রোমান, সদস্য সচিব আহমেদ হুমায়ুন কবির, সদর উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব তৈয়বুর রহমান, যুগ্ম আহবায়ক নুরুজ্জামান সরকার।
এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক মনোয়ার হোসেন, শশরা ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক শাহিনুর রহমান প্রমুখ।
বক্তব্য শেষে ৮নং শংকরপুর ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক কমিটি গঠন করেন অনুষ্ঠানে আমন্ত্রিত জেলা, শহর ও সদর উপজেলা তাঁতী লীগের নেতৃবৃন্দ।