
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ৭ জুন ২০২২ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা দূর্যোগ ব্যবস্থাপনায় এসওডি এর আলোকে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (যুগ্ম সচিব), পরিচালক (গবেষনা ও প্রশিক্ষন) মোঃ আব্দুল্লাহ আল-মামুন।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে অন্যান্যর মধ্যে অংশ নেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এমদাদুল হক শরীফ। উক্ত প্রশিক্ষণে দূর্যোগ ব্যবস্থাপনা জেলা কমিটির (সরকারি-বেসরকারি অফিসের প্রধানগণ) সদস্যবৃন্দ অংশ নেন।