হিলি প্রতিনিধি ॥ দিনাজপুরের হাকিমপুরে “বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের” এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ নভেম্বর সোমবার দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন রংপুর আঞ্চলিক প্রকল্প পরিচালক ও প্রাক্তন ছাত্র যুগ্মসচিব এস এম আবু হোরায়রা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ গোলাম মোস্তাফা কামাল ।
শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদের পক্ষ থেকে বিদায়ী পরীক্ষার্থীদের প্রতিজনকে একটি করে কলম ও মাস্ক উপহার দেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।