মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে পিকাবের চাকায় পিষ্ট হয়ে এক কিশোর নিহত ও অপর কিশোর গুরুতর আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি ৭ নভেম্বর রবিবার দিবাগত রাত ৯ টায় উপজেলার কারেন্টহাট সংলগ্ন কাঁকড়া ব্রীজের উপর ঘটেছে।
চিরিরবন্দর থানা সুত্রে জানা গেছে, পার্বতীপুর হতে দিনাজপুর শহর গামী একটি চাল বোঝাই পিকাব কাঁকড়া ব্রীজের উপর উঠলে পিছন থেকে মোটর সাইকেল আরোহী দুই কিশোর ওই পিকাবটিকে ওভারটেকিং করার সময় পিকাবের নিচে পড়ে যায়। এতে পিকাবের চাপায় পিষ্ট হয়ে উপজেলার উত্তর ভোলানাথপুর গ্রামের মোঃ আশাদুল হকের ছেলে মোটরসাইকেল আরোহী সৌরভ ইসলামের (১৫) ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। এসময় একই এলাকার ডাঃ আফছার আলীর ছেলে মোটর সাইকেল চালক অপর কিশোর নাহিদ হোসেন (১৭) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক পিকাবটিকে আটক করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।