আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম এবং বেগম রোকয়া দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৯ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি সুলতানা বুলবুল, এমবিএসকে’র নির্বাহী প্রধান সুলতানা রাজিয়া খাতুন। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান।
উক্ত অনুষ্ঠানে দিনাজপুর জেলা থেকে নির্বাচিত ৫টি ক্যাটাগরির বিজয়ী জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী চিরিরবন্দরের সোনা রানী রায়, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চিরিরবন্দরের সাবিনা ইয়াসমিন, সফল জননী নারী সদর উপজেলার ছায়া বিশ্বাস (আকবর), নির্যাতনের বিভভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় সদর উপজেলার করিমুল্লাপুরের শিউলি আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কাহারোল উপজেলার কুশট্টী গ্রামের মোছাঃ মৌসুমী আক্তার।
অপরদিকে দিনজাপুর জেলার সদর উপজেলা থেকে নির্বাচিত ৫টি ক্যাটাগরিতে বিজয়ী জয়িতারা হলেন, মোছাঃ বিলকিস, মোছাঃ খাদিজা খাতুন, ছায়া বিশ্বাস (আকবর), শিউলি আক্তার ও মোছাঃ সকিনা বেগম। এছাড়াও উক্ত দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।