আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১উপলক্ষ্যে ৯ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদোগে জাতীয় ও দুর্নীতি প্রতিরোধ পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের পেক্ষাপট এবং দুর্নীতি মুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী সচিব বাদল চন্দ্র দাস, জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ শামছুল আজম, জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুলতানা বুলবুল, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ডাঃ ডিসি রায়, এমবিএসকে’র নির্বাহী প্রধান সুলতানা রাজিয়া খাতুন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ শহিদুল ইসলাম খান। অনুষ্ঠাটি সঞ্চালনা করেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।