শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার লক্ষ্যে দিনাজপুর প্রাইভেট স্টেট কলেজ-এর শিক্ষকদের সাথে পরিচালকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ সেপ্টেম্বর শনিবার দিনাজপুর স্টেট কলেজ মিলনায়তনে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার লক্ষ্যে শিক্ষকদের সাথে পরিচালকবৃন্দের মতবিনিময় সভায় প্রাইভেট স্টেট কলেজ-এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ইসতিয়াক আহমেদ-এর সভাপতিত্বে এবং সহ-প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি মো. তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রাইভেট স্টেট কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আলমগীর হোসেন। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রাইভেট স্টেট কলেজ-এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ইসতিয়াক আহমেদ বলেন, ইতোমধ্যে করোনা সংক্রমণ প্রতিরোধে সেন্সর হ্যান্ড স্যানিটাইজার স্থাপন করা হয়েছে। এমবিবিএস ডাঃ উম্মে আফরিন প্রিয়াঙ্কা স্টেট কলেজে স্বাস্থ্যসেবা সার্বক্ষণিক প্রদান করবেন। এছাড়াও এই কলেজের সূচনালগ্ন থেকেই মেডিক্যাল ইন্স্যুরেন্স চালু রয়েছে।
তিনি আরও বলেন, প্রাইভেট স্টেট কলেজে শীতাতপ নিয়ন্ত্রিত ও মাল্টিমিডিয়া সুবিধা সম্মিলিত স্মার্ট ক্লাসরুম রয়েছে। এখানে বিনা খরচে প্রত্যেক শিক্ষার্থীর প্রাইভেট কেয়ার সুবিধা, ১০ হাজার বর্গ ফুটের অধিক মনোরম পরিবেশের সু-বিশাল ক্যাম্পাস, স্মার্টবুক সমৃদ্ধ লাইব্রেরী ও আধুনিক ল্যাবরেটরী, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ও সৃজনশীল পদ্ধতির শিক্ষা ব্যবস্থা, ছাত্র-ছাত্রীদের পৃথক হোস্টেল সুবিধা, নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা, জিমন্যাসিয়াম ও সুইমিং পুলের সু- ব্যবস্থা, একাডেমিক ক্যালেন্ডার ও মাস্টার প্লান অনুযায়ী পাঠ পরিকল্পনা, দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ সুবিধা, ওএমআর মেশিনে খাতা মূল্যায়ন, মানসম্পন্ন খাবার পরিবেশন, শিক্ষা উপকরণ বিতরণ, খেলার মাঠের সুবিধা হাইয়ার এডুকেশন পেসমেন্ট সেন্টার, বিভিন্ন একাডেমী বা ক্লাস সমূহের সুবিধা ও ইন্টারন্যাশনাল ইউনিফর্ম এর সুবিধা রয়েছে।