বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ বিরলে প্রকাশ্য দিবালোকে পিস্তল ঠেকিয়ে বিকাশ ব্যবসায়ী’র ৩ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা দিনাজপুর-সেতাবগঞ্জ সড়ক অবেরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। ঘন্টা ব্যাপী সড়ক অবরোধে দিনাজপুর-সেতাবগঞ্জ সড়কের দুপাশে ২ কিঃমিঃ সড়ক জুড়ে যানজোটের সৃষ্টি হয়।
খবর পেয়ে বিরল থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দোষীদের বিচারের আশ^াস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঐ এলাকার হালিম এর ছেলে আসিককে আটক করে বিরল থানায় নিয়ে আসে।
স্থানীয় ব্যবসায়ী ও থানা সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর দুপুরের দিকে বিরল উপজেলাধীন বিরল মোড় (কাঞ্চন) এ বিকাশ ব্যবসায়ী আলামিন ষ্টোর এর স্বত্ত্বাধিকারী আলামিন দোকানে ব্যবসার কাজ পরিচালনার সময় আসিক নামের স্থানীয় সন্ত্রাসী তাকে পিস্তলের মুখে জিম্মি করে ৩ লাখ ২৫ হাজার ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে বিরল থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম জানান, তাৎক্ষনিক অভিযান চালিয়ে আমরা অভিযুক্ত আসিককে খেলনা পিস্তলসহ তার বাড়ি থেকে গ্রেফতার করেছি। সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। লুণ্ঠিত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।