১২ অক্টোবর মঙ্গলবার দিনাজপুর শহরের মির্জাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন নতুন ভূবন এর নিচতলায় ইন্সস্ট্যান্ট টেক বিডি শোরুমের উদ্বোধন করেন বাজাজ এলপিজি’র জিএম সৌরভ আহম্মেদ।
স্বাগত বক্তব্য রাখেন, শোরুমের প্রোপাইটার মনিরুল ইসলাম মনি। থ্রি হুইলার এলপিজি অটোরিক্সা, কিউট কার, বাজাজ কার্গো সমন্ধে বিস্তারিত আলোচনা করেন আঞ্চলিক বিক্রয় অফিসার মোঃ মাসুদ রানা, শোরুমের প্রসাশনিক কর্মকর্তা সাহেব রানা, মাকের্টিং অফিসার উমন সরকার।
গাড়ীর সফলতার গল্প বলেন, গাড়ী চালক জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের বিশিষ্ট ব্যাবসায়ী সৈয়দ মাইনুল ইসলম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ক্বারী ডাঃ মোঃ রমজান আলী।
কেক কেটে শোরুমের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি বাজাজ এলপিজি’র জিএম সৌরভ আহম্মেদ বলেন, এই গাড়ী ১৮ মাসের ওয়ারেন্টি রয়েছে এবং বিআরটিএর অনুমোদনকৃত পরিবেশ বান্ধব একটি গাড়ী। সহজ কিস্তিতে এই গাড়ীর যে কেউ ক্রয় করতে পারে। উদ্বোধন শেষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।