
মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ১২ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টায় “৭নং ওয়াার্ড কাউন্সিলর কাপ” ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর পঞ্চম দিনের খেলায় দিনাজপুর উপশহর একাদশ বনাম পার্বতীপুর ইয়াং স্টার ক্লাব এর খেলা অনুষ্ঠিত খেলাটি আনুষ্ঠানিক উদ্বোধন দিনাজপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডেও মহিলা কাউন্সিলর ও ৩ নং প্যানেল মেয়র শাহিন সুলতানা বিউটি।
এসময় উপস্থিত ছিলেন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডেও মহিলা কাউন্সিলর মাসুদা পারভীন মীনা, ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মাসুদ, “৭নং ওয়াার্ড কাউন্সিলর কাপ” ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর আয়োজক মোঃ রেহাতুল ইসলাম খোকা, টুর্নামেন্ট কমিটির আহবায়ক আলহাজ¦ সৈয়দ সপু আহমেদ, সদস্য সচিব ও হুমায়ুন কবীর আপেল প্রমূখ।
১২ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টায় “৭নং ওয়াার্ড কাউন্সিলর কাপ” ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর পঞ্চম দিনের খেলায় দিনাজপুর উপশহর একাদশ ৪-১ গোলে পার্বতীপুর ইয়াং স্টার ক্লাব-কে হারিয়ে বিজয় অর্জন করেছে।
উল্লেখ্য যে, প্রতিবারের ন্যায় এবারও ৬ষ্ঠ বারের মতো “৭নং ওয়াার্ড কাউন্সিলর কাপ” ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন ৮ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় হয়েছে।
১৩ অক্টোবর বুধবার ৬ষ্ঠ দিনের খেলায় বিকেল ৪টায় নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ফুটবল একাডেমী বনাম এ্যারোলাইট ফুটবল সোসাইটি এর খেলাটি অনুষ্ঠিত হবে।