১৩ সেপ্টেম্বর সোমবার দিনাজপুর প্রাইভেট স্টেট কলেজ-এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর প্রাইভেট স্টেট কলেজের শিক্ষার্থীদের নিয়ে স্বল্প পরিসরে কেক কাটা শেষে প্রাইভেট স্টেট কলেজ-এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ইসতিয়াক আহমেদ ঢাকায় অবস্থান নেওয়ায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই মহামারী করোনা প্রতিরোধে সরকার ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে সেই সাথে জনগণের সকলের সহযোগিতায় করোনা প্রতিরোধে সোচ্চার হয়ে আমরা এখন কিছুটা স্বস্তি অনুভব করছি। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান এর কার্যক্রম পরিচালনার জন্য অগ্রসর হতে যাচ্ছি। এজন্য সরকারের নির্দেশনা অনুসারে শিক্ষার্থীদের শতভাগ স্বাস্থ্যবিধি নিয়ম পালন করার জন্য সকল শিক্ষার্থীদের অনুরোধ করছি। প্রতিষ্ঠানে প্রবেশের পূর্বে মাক্স পরিধান করে প্রতিষ্ঠান প্রবেশ করতে হবে এবং শ্রেণিকক্ষে থাকা অবস্থায় প্রতিনিয়ত মাক্স পরিধান করে শ্রেণিকক্ষে অবস্থান করতে হবে, নিজের সুরক্ষা নিজেকেই নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি মো. তোফাজ্জল হোসেন, কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আলমগীর হোসেন, কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।