মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যান সমিতির সভাপতি ও সাবেক মহিলা এমপি সুলতানা বুলবুল বলেছেন, নারী উন্নয়ণ ও নারীর ক্ষমতায়ণ বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ কেন্দ্র যথেষ্ট অবদান রাখবে।
স্বাধীনতার ৫০বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকীর শুভ লগ্মে নারীদের স্বাবলম্বী করতে মুক্তিযোদ্ধা কল্যান সমিতি এই প্রকল্পের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে অঙ্গিকার বদ্ধ।
১৩ডিসেম্বর সোমবার মালদাহ্পট্টিস্থ এলাকায় মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যান সমিতি কার্যালয় সমতির নারীদের স্বাবলম্বী করার প্রকল্প হিসেবে সেলাই ও এমব্রোডারী হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রে’র উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যান সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, সমিতির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফিরোজ সাহিদী, সমাজ কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ শাহ্, উপদেষ্টা সাবিনা সুলতানা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির নির্বাহী সদস্য সুলেখা বেগম, সদস্য রমেশ চন্দ্র বিশ্বাস ও হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মোছাঃ রাকিবুন নেছা (রাখি)। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মুক্তিযোদ্ধা পাঠাগারের সাধারণ সম্পাদক এএফএম হারিসুল্লাহ (বাবুল)। প্রধান অতিথি সাবেক এমপি সুলতানা বুলবুল ফিতা কেটে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।