মোঃ নুর ইসলাম।। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ জুলাই শনিবার ২০২১ ‘শুদ্ধ উচ্চারণ শিখি’ এই শ্লোগানকে সামনে রেখে কাব্যকুঞ্জ দিনাজপুরের উদ্যোগে বিরল প্রেস ক্লাব সংলগ্ন সড়কে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
কাব্যকুঞ্জের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহণ করেন বিরল প্রেস ক্লাবের সভাপতি এম এ কুদ্দুস সরকার, কাব্যকুঞ্জের সভাপতি শামীম শেখ, বিরল প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোজাম্মেল হক শামু, কোষাধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী, কাব্যকুঞ্জের সাধারণ সম্পাদক শেখ সগির আহমেদ কোমল, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান বাবু, অমিত দাস প্রমুখ।
বৃক্ষরোপন কর্মসূচী শেষে কাব্যকুঞ্জের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আমরা বিরল উপজেলায় বিরল প্রেস ক্লাব সংলগ্ন সড়কসহ বানিয়াপাড়া এলাকায় ১’শত ফলজ, ঔষধি ও বনজ বৃক্ষ রোপন করা হয়। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ক্রমান্বয়ে দিনাজপুর শহরসহ বিভিন্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করবো। সেই সাথে এই সংগঠনের পক্ষ থেকে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করার জন্য এগিয়ে যাব এবং সরকারের দেয়া সকল কার্যক্রম বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করবে আমাদের এই সংগঠন। সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা।