মোঃ নুর ইসলাম, দিনাজপুর। দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র মডার্ণ মোড়স্থ আবেদীন প্লাজার গ্রাউন্ড ফ্লোরে শিশুদের উন্নতমানের খেলনা সামগ্রী, বিভিন্ন ওকেশনে উপহার সামগ্রী, জুয়েলারী, গৃহসজ্জার বিভিন্ন উপকরণ, পাদুকা ও গৃহসজ্জার জন্য বিভিন্ন সামগ্রী নিয়ে মানসম্মত সাজে ষোলআনা শ্লোগান নিয়ে “সাজাই” নামে একটি দোকান-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
১৬ জুলাই শুক্রবার বিকেলে আবেদীন প্লাজার গ্রাউন্ড ফ্লোরে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে সাজাই দোকানের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে দোকানের স্বত্তাধিকারীর মাতা আলহাজ¦ মেহেরুন নেছা ও স্বত্তাধিকারী মোহাম্মদ আলী ফিতা কেটে দোকানের সকল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মার্কেটের অন্যান্য শেয়ার হোল্ডারগণ, বিমান বাড়ী’র স্বত্তাধিকারী রাফু সফটওয়্যার এর স্বত্তাধিকারী ও ট্রাস্ট নিউজ এর প্রকাশক ও সম্পাদক এবং সাপ্তাহিক উত্তর কণ্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি এস এম রাফায়েত হোসেন রাফু, মোঃ আরিফুল ইসলাম আরিফ ও মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।